আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি গঠন করার প্রতিবাদে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলা শ্রমিক দল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এর কার্যালয়ের সামনে মিছিলটি গিয়ে সকলে সমবেত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা,সাবেক সাংগঠনিক সম্পাদক হোছেন আলী ছোট,সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি মফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক আলাল,উপজেলা মহিলা শ্রমিক দলের সম্পাদিকা মোছা: মিনা বেগম,হাসনা বেগম,আনোয়ারা বেগম,শিরীনা বেগম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২০ অক্টোবর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন অর্থের বিনিময়ে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের নতুন কমিটি গঠন করেছেন। ওই কমিটিতে উপজেলার পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপ ত্যাগী নেতাদের প্রতি অবিচার এবং তাদের দীর্ঘদিনের অবদানের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
ত্যাগী নেতাদের মতামত ও ভূমিকা উপেক্ষা করে অর্থ-বাণিজ্যের মাধ্যমে নয়া কমিটি গঠনের এই ঘটনা নেতাকর্মীদের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে।
পাশাপাশি উপজেলা শ্রমিক দল সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর ত্যাগী নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষের জন্ম হয়েছে তা স্পষ্ট।
ঝাড়ু মিছিলের মাধ্যমে ত্যাগী নেতাদের প্রতি এই অবিচারের প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে এই কমিটি বাতিলেরও দাবি জানান তারা।
এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ জানান, উপজেলা বিএনপি এবং শ্রমিক দল এ ব্যাপারে কিছুই জানেনা। নেওয়া হয়নি কোনো মতামত। কমিটি হয়েছে গতকাল শোনার পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যারা পদে আসতে চেয়েছে শান্তিপূর্ণ ভাবে সমঝোতা মাধ্যমে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা হয়েছিল। তাকে এ দায়িত্ব দেওয়ার পরেই সম্ভবত অতীতের কোনও তারিখে কমিটির অনুমোদন তারা প্রকাশ করে।
এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন বলেন, কোনো সাংগঠনিক কমিটি কখনো কাউকে না জানিয়ে করা হয়না।
গত মাসের ২৮ তারিখে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাহেবের বাসায় সবার উপস্থিতিতে ঝিনাইগাতীর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সবার সম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।