রাজশাহী প্রতিনিধি
জুলাই মাসের পর থেকে ভলেন্টিয়ার অফ রাজশাহী কার্যক্রম গুলো চোখে পড়ার মত ছিল যুদ্ধে অংশ গ্রহণ, ট্রাফিক কন্ট্রোল, হারানো মালামাল উদ্ধার, বৃক্ষরোপণ, বন্যার্তদের জন্য ত্রানের ব্যবস্থা ,রক্তদান কর্মসূচি চলোমান, সাধারণ মানুষের মাঝে কম দামে ডিম বিক্রয় চলোমান
গতো অক্টোবর মাসে পুরো এক মাস ধরে তাদের অস্থায়ী ডিম বিক্রির ক্যাম্পেইন ছিল তারা রাজশাহীর মহানগরীর বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম গুলা পরিচালনা করেছেন সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্ত্বর, নগর ভবন,লক্ষ্মীপুর মোড়, বিনোদপুর বাজার, লক্ষ্মীপুর কাঁচা বাজার এই সব পয়েন্ট থেকে তারা ৪৫ হাজার ডিম বিক্রয় করতে সক্ষম হয়সে এবং এর আগে ভলেন্টিয়ার অফ রাজশাহীর সভাপতি এবং সেক্রেটারি ব্যবসায়ীদের কঠিন হুশিয়ারি দিয়ে বলেছিলেন ব্যবসায়রা যদি ডিমের দাম না কমায় তাহলে আমরা আবার ডিম বিক্রির কার্যক্রম চলমান রাখবো তারা তাদের কথা রেখেছেন গতকাল তারা তানোরে এই মাসের কার্যক্রম শুরু করেছেন এবং আবারো যতদিন রাজশাহী মহানগরিতে ক্যাম্পেইন করার আশ্বাস দিয়েছেন। গতকালকে যারা তানোরে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন নাহিদ,সূচনা, মুন্নুজান, সাকিব ফাতেমা, আতিক, ইমন, শিলা, মেহেদী, হাবিব, মুসকান, সুমন, স্বাধীন, রিমু, বৈশাখী, জীবন, মায়া, সানজিদা, সৃষ্টি, মুহতাদি,ইয়াসমিন, খায়রুল,বর্ষা, দেলোয়ার প্রমুখ
তারা জানান রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় এই অস্থায়ী ডিম বিক্রির কার্যক্রম চালাবে, এবং যতদিন সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা ডিম বিক্রি না করবে ততদিন আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।