মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।
রংপুর পীরগাছা উপজেলায়,বিএনপির নয়টি ইউনিয়নে আহ্বায়ক কমিটির ঘোষণা পরে,২/ ১১/২০২৪ ইং শনিবার সন্ধ্যা ৭ঘটিকায় ৪নং অন্নদা-নগর ইউনিয়নের আহ্ব্বয়ক মোঃজিল্লুর রহমান মাস্টার ও সদস্য সচিব মোঃ আব্দুর রশিদ মাস্টার,এবং সিনিয়র যুগ্ন আহ্বায়ক,মোঃ জাহাঙ্গীর আলম সহ,নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে অন্নদা – নগর ইউনিয়নে প্রায় ২০০শত মোটরসাইকেলের বহর নিয়ে একটি শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটিতে অংশ নেন ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দু ও কর্মী সমর্থকরা। শোভাযাত্রাটি নয়টি ওয়ার্ড ঘুরে পীরগাছা সদর উপজেলা পার্টি অফিসে একত্রিত হয়। সেখানে,ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেন,পীরগাছা সদর উপজেলার নেতৃবৃন্দরা। সে সময় উপস্থিত ছিলেন পীরগাছা সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী,দলের আহ্বায়ক ও পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মোঃ আমিনুল ইসলাম রাঙ্গা,সাবেক উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মোঃ আফসার আলী বিএনপির নবগঠিত আহ্বা – য়ক কমিটি-কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। সে সময় নেতৃবৃন্দরা আহ্বায়ক কমিটির মেয়াদ ৩০ দিন এই ৩০দিন পরে সংগঠনকে সুশৃংখল পরিবেশে নিয়ে আসার পর,পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দুরা জানান।
উল্লেখ্য যে,আমরা দ্রুত সময়ে সবাইকে সমন্বয় করে সাংগ – ঠনিক,কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের আন্দো- লনও সংগ্রামে ভূমিকা নতুন নেতৃত্ব রাখবেন বলেও তিনি মনে করেন। সেই লক্ষ্য নিয়ে উপজেলার নয়টি ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হল। নেতৃবৃন্দুরা আরো বলেন,কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকে। অথবা,বিএনপির,নাম পরিচয় ব্যবহার করে কুকর্মের সঙ্গে জড়িত থাকে। তাহলে,তাদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সংগ্রহ করে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সার্প জানিয়ে দেন,সদর উপজেলার নেতৃ- বৃন্দরা।
এ বিষয়ে, নেতৃবৃন্দরা বলেন,কমিটি ঘোষণার পরে,কোন আহবায়ক ও সাধারণ সম্পাদক,সদস্যবৃন্দরা। যদি কমিটির দিক নির্দেশনা অমান্য করে,সে ক্ষেত্রে তার বিরুদ্ধে সাংগঠ – নিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান