মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জের জেলা পুলিশ লাইন্সে সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে টিআরসি নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন।
মুন্সীগঞ্জ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮:০০ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET)- পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিক ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন মুন্সীগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।
এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যদ্বয়, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদ্বয় সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আগামী রবিবার (০৩ নভেম্বর ২০২৪) তারিখ সকাল ৮ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET) পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।