চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি
ঐতিহাসিক ৭ ই নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। (২ই নভেম্বর) আনোয়ার সকল বিএনপির অঙ্গ সংগঠন,তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আজ বিকাল ৩ ঘটিকায় শনিবার যুবদলে উদ্যোগে বর্ণাঢ্য র্যালীটি ও সমাবেশ পালিত হয়। এ সমাবেশে বি এনপির সকল সদস্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, আনোয়ারা উপজেলা যুবদল নেতা ওসমান সিকদার,এডভোকেট নুরুল কবির রানা, শোয়বুল ইসলাম,আলফাজুর রহমান আরিফ, সালা উদ্দীন জাহেদ সমাবেশে আরো বক্তব্য রাখেন নুরুল আলম,ছৈয়দুল হক,মোং হোসেন,মোহাম্মদ আমিন, মুছা,আজম খান,মোহাং মোকারম,মোহাং এরশাদ, রাশেদুল ইসলাম,এরফানুর রশিদ,মোহাং ফারুক,তানভীর আরিফ,রবিউল ভুট্টো,জাহেদ সুমন,মোং নয়ন,মোং জুয়েল,লিটন,মোং এনাম,নুর মোহাম্মদ,ফরহাদ নবী,হাসান জাহাঙ্গীর, মহিউদ্দিন লতিফ,বেলাল,মহিউদ্দিন,মোরশেদ,সাগর,একরাম,রহিম,তারেক হেলাল,সাদ্দাম,শওকত,সাইফুল,মো:ফরিদ,জীবন,মুবিন,মোং রহিম,বন্নি,মোং রুবেল,জুয়েল,তারেক, মারুফ, বেলাল খান, জামাল, আকবর খান,মুরাদ সহ প্রমুখ