মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন করা হয়।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে প্রথমে পতাকা উত্তোলন ও র্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এসে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃমহোসিনুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন