চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় কয়েকজন বিএনপি কর্মী আহত হয়েছে। আহতরা হলো,আব্দুল মজিদ, এনামুল, এমরান আলী,কুলসুম ও মর্জিনা প্রমুখ। তন্মধ্যে মর্জিনা বেগমের একটি চোখ আঘাতপ্রাপ্ত হয়ে নস্ট হয়ে গেছে। আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বিএনপি কর্মী সমর্থকদের বাসায় ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এক পর্যায়ে তারা লুটপাটে অংশ নেয়।এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করতে সক্ষম হয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।
গত কয়েকদিন ধরে চলা এ হামলায় অতিষ্ঠ হয়ে বিএনপি কর্মীরা এলাকার বাইরে অবস্থান করছে।আহত এমরান আলীর পুত্র রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রভাষক তার প্রতিষ্ঠানে আসাযাওয়া করতে পারছে না। নিজের বৈধ জমিতে চাষাবাদ করতে গিয়ে বিএনপি কর্মীদের উপর এ হামলা।
৫ আগস্ট স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়ে যাবার পরেও তার দোসর আওয়ামী সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বিএনপি কর্মীদের উপর হামলায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আতিক বলেন, আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। ইতিমধ্যে শরীফ নামে একজনকে আটক করা হয়েছে।