বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ০৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পশ্চিম লইয়ারকুল সাকিনে অভিযান পরিচালনা করিয়া জিআর ৪২/১৮ (কর্ণফুলী) এর ০৬ (ছয়) বছরের সাজাপ্রাপ্ত আসামী ১. মোঃ আরজু মিয়া, পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-পশ্চিম লইয়ারকুল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। অপর অভিযানে এএসআই মোঃ আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন পূর্ব মাঝডি সাকিন হইতে নারী ও শিশু ২০০/১৭, পিটিশন ৫৯৩/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী ২. মোঃ নুর ইসলাম, পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-পূর্ব মাঝডি পাহাড়, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।