1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ভাঙ্গুড়ায় বিএনপি নেতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত বিপ্লবী মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যূরালে শ্রদ্বাঞ্জলি “খেদমতে খলক”স্বেচ্ছাসেবক সংগঠন ইশিবপুর জোন এর আলোচনা সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে আইল্ল্যার অউন ফোয়ানি উৎসব  অনুষ্ঠিত গোপালগঞ্জে গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩ নরসিংদীতে আগুনে পুড়ে যাওয়া মিলস পরিদর্শন করতে র‍্যাব প্রশাসনকে বাধা করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঘাগড়া কলেজের আয়োজনে “তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ৬৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বগুড়ায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, চিকিৎসককে পুলিশে সোপর্দ নির্ধারিত সময়েই ইজতেমা অনুষ্ঠিত হবে-ঢাকা বিভাগীয় কমিশনার

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় দিলপাশার ইউনিয়ন বিএনপি- সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেমকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদের মানববন্ধন পালন করা হয়েছে।
৪ নভেম্বর সোমবার বেলা ১১টার দিকে ইউনিয়ন বিএনপি-র উদ্দ্যোগে বেতুয়ান বটতলা মোড় এলাকায় ঘন্টাব্যাপি মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হত্যা চেষ্টায় জড়িত ব্যাক্তিদের দ্রুত আটক করে আইনের আওয়াতায় আনার প্রতি জোর দাবী জানান। পাশাপাশি বিএনপি নেতা আবুর হাসেমএর উপর হামলা কারীদের ফাঁসির দাবীতে উপস্থিত জনতা স্লোগান দিতে থাকে। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন আহত বিএনপি নেতা আবুল হাসেমের ছোট ভাই ইমরান হোসেন, গ্রামবাসী পক্ষে আমিনুর ইসলামসহ পরিবারের সদস্যরা। এ সময় নারী পুরুষসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন ।
আহত বিএনপি নেতা আবুল হাসেমের পরিবার এবং এলাকাবাসী জানান গত ১ নভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে বেতুয়ান গ্রামের উত্তর পাড়া মোড়ে আরিফের মুদিখানা দোকানের সামনে আরজু খান ও আলাউদ্দীনের নেতৃত্বে আবুল হাসেমকে বেধড়ক পিটিয়ে আহত করেছিল । বেতুয়ান গ্রামে হিন্দু পাড়া সরকারি খাস জলাশয় জোর পূর্বক ভরাট করার কাজ করছিলেন আরজু খান ও আলা উদ্দিন।
এসময় বিএনপি নেতা আবুল হাসেম তাদেরকে সরকারি জলাশয় ভরাট না করার জন্য অনুরোধ করেন। সেই বালু ভরাটকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বেতুয়ান উত্তর পাড়া মোড়ে আরিফের দোকানের সামনে অবস্থান করা আবুল হাসেমকে আরজু খান ও বিএনপি নেতা আলা উদ্দিন সহ ১০/১৫ জন বেধড়ক পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে এলাকা বাসি তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন।
আহত আব্দুল হাসেম দিলপাশার ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বেতুয়ান গ্রামের মৃত তোরাব আলীর ছেলে। পরের দিন তার ভাই বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি