আজ ৪ঠা নভেম্বর সোমবার, পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের হরিদাসপুর গ্রামে, গোকুল মাঝি নামে এক ব্যক্তি তার দিদি ও জামাইবাবুর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ, দিদির নাম কঙ্কাবতী খাড়া,
ও জামাইবাবুর নাম প্রতাপ খাড়া।
গতকাল রাতে প্রতাপ খাড়ার মেয়ে ও জামাই ভাইফোঁটা উপলক্ষে এসেছিলেন, তাদের কাছেই মামা শ্বশুর আবদার করেছিল মদ খাওয়ার জন্য ৮০০ টাকা দিতে হবে। না দেওয়াতেই এই বিপত্তী,
গোকুল মাঝি রেগে গিয়ে মারধর শুরু করে, পরে কাটারী ও কোদাল নিয়ে মারতে গেলে পরিবারের সব সদস্য ভয়ে পালিয়ে যায়। সেই সময় গোকুল মাঝি আগুন লাগিয়ে দেয়।
খবর পাওয়ার সাথে সাথে, পুলিশ এসে গোকুল মাঝিকে আটক করে ময়না থানায় নিয়ে আসে, ময়না থানায় গোকুল মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, বাড়িটি সম্পূর্ণ বস্তিভূত হয়ে গিয়েছে, আমি ক্ষতির পরিমাণ জানা যায়নি, পুলিশ খতিয়ে দেখছে। এবং পরিবারের একজন আহত হয়েছেন,
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় ।