স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
নৌ-পথে লাইটারেজ জাহাজযোগে পণ্য পরিবহণে বিডব্লিউটিসিসি গঠন করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিশেষ অবদান রাখায় ইনল্যান্ড ভ্যাসেল ওনার্স এসোসিয়েশন অফ চিটাগাং (আইভোয়াক) সভাপতি হাজী মো. শফি আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আজ ৫ নভেম্বর ২০২৪ইং মঙ্গলবার দুপর ১২টায় আগ্রাবাদস্থ কার্যালয়ে চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন রেজি. নং চট্ট-২০৯০, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন রেজি. নং- বি-২১৪৩, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি. নং- বি-২১৪৮ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ সভাপতি মো. সেলিম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার জামান মাস্টার, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরি সভাপতি নুরুল আলম মাস্টার, জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সম্পাদক মো. জনি সুকানী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. হেলাল মৃধা সুকানী, শাওন সুকানি প্রমুখ। শুভেচ্ছা বিনিময় ও সাক্ষাতকালে আইভোয়াক সভাপতি হাজী শফি আহম্মেদ বলেন, নৌ শিল্পকে বাঁচাতে হবে। নৌ-সেক্টরে বিরাজমান সংকট কাটিয়ে তুলতে শ্রমিকদের সরকারি প্রকাশিত গেজেট অনুযায়ী বেতনসহ সুবিধাদি নিয়মিতভাবে পরিশোধ করা জরুরি। শ্রমিক অসন্তোষ কাটিয়ে তুলে মালিক শ্রমিক ঐক্যের মাধ্যমে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, ইদানিংকালে জাহাজে চুরি ডাকাতি হচ্ছে- তা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের নিকট দাবি করছি এবং দেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহণ রুটে পণ্য পরিবহণে শৃঙ্খলা রক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।