নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
রাজধানী ঢাকার রামপুরা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে দেশের পূর্বাঞ্চল এলাকা চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ৩৩ জনকে।
আসামীদের ৯৯ জনের মধ্যে হাতে গোনা কয়েকজন স্থানীয় ঠিকানা ঢাকার হলেও বেশীরভাগ কেউই মামলার এলাকার বাসিন্দা নন। অনুসন্ধানে ধারণা পাওয়া যায়, এলাকার রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে তাঁদের আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ১৯ জুলাই রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ১১ নম্বর ওয়ার্ড বনশ্রী, রামপুরা এলাকায় বেআইনি ভাবে হত্যার উদ্দেশ্যে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হামলা ও গুরুতর জখম করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৬ নং ওয়ার্ড যুবদল এর সভাপতি আব্দুল আজিজ ঢাকার রামপুরা থানায় মামলাটি দায়ের করেন। তবে ওই মামলায় নাম উল্লেখ করা বেশীরভাগ আসামিই নাসিরনগরের ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান কামাল, ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওয়াকিল উদ্দিন ও ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রামসহ মোট ৯৯ জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। তবে শুধু দুই সংসদ সদস্য ও কয়েকজন বিবাদীর বর্তমান ঠিকানা ঢাকা বলে উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখ করা বাকি
আসামীগণের কারো কারো বাড়ি ঠাঁকুরগাঁও, মুন্সীগঞ্জ,বাগেরহাট,বগুড়া,গাজীপুর,নোয়াখালি, পাবনা,বরিশাল, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জ বিভিন্ন উপজেলার। এছাড়া সব আসামীর বাড়ি নাসিরনগর উপজেলায়। তাঁদের একজনেরও বর্তমান ঠিকানা ঢাকায় নয়। সবার ঠিকানাই নাসিরনগর বলে উল্লেখ করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া-০১( নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম (গুনিয়াউক) সহ নাসিরনগরের অন্য আসামীরা হলেন – নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম পাল(ফান্দাউক),উপজেলা আ. লীগের সা. সম্পাদক লতিফ হোসেন(কুন্ডা),উপজেলা যুবলীগের সভাপতি ভানু দেব(গোকর্ণ),নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ সভাপতি শুভ সিদ্দিকী(কালিউতা) ,নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি রাহুল রায়(চাপড়তলা),সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ চিশতী(খান্দুরা),চাপড়তলা ইউনিয়ন আ. লীগ সভাপতি হাজী সুরুজ আলী, জেলা ছাত্রলীগ নেতা রাহুল ফারদিন(বুড়িশ্বর), সাবেক জেলা পরিষদ সদস্য হাকিম রেজা(ফুলপুর),নিজামুল হক (ব্রাহ্মণশাসন),মর্তুজ আলী(চাপড়তলা),লায়েছ মিয়া(ভলাকুট),শাহ আলম (কাঠালকান্দি),অঞ্জন দেব (নাসিরনগর সদর),শাহ আলম মেম্বার (কাঠালকান্দি), গোকর্ণ ইউপির চেয়ারম্যান সৈয়দ মো. শাহিন,আলী আশরাফ (শংকরাদহ, হরিপুর),সেলিম মিয়া(নুরপুর),রোনাল মিয়া(নুরপুর),মাসুক রাজা(ফুলপুর),আসাদ (লক্ষীপুর),খসরু মিয়া (চাপড়তলা),আশিক মিয়া (গোয়ালনগর),আমিনুল ভূঁইয়া (চাতলপাড়),মিয়া হোসেন (চাতলপাড়),আব্দুল হামিদ(খান্দুরা) সহ আরো অনেকে।
মামলার এজাহার সম্পর্কে ডিএমপির অন্তর্ভুক্ত অফিসার ইনচার্জ (নিরস্ত্র)মো. আতাউর রহমান আকন্দ বলেন ,মামলা হয়েছে।আসামী কোন জায়গার বেশী এ বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে পারব না। তদন্ত চলছে।