মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি >দিনাজপুরের কাহারোল উপজেলায় উৎসব মুখোর পরিবেশে ধুম ধাম করে। পালিত হল শ্যামা কালীপুজো উৎসব। ছিলনা কোন কিছুর কমতি, পুজো মন্ডপে ভক্তদের ছিল বিপুল পরিমানে আনাগোনা,কালী পুজো উপলক্ষে জমে উঠেছে ছোট ও বড়দের বিনোদনের জন্য ছোট ছোট মেলা। মেলায় রয়েছে নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তেমনি এক মেলার দেখা মিলল কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের শংকরপুর সার্বজনীন কালীপুজো মন্ডপে। এই কালীপুজো প্রতিবছর কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয়। চলে চার দিনব্যাপী ধুমধাম করে পুজোর আয়োজন, পূজা কমিটির সভাপতি সন্তোষ রায় ও সাধারণ সম্পাদক বিক্রম চন্দ্র রায় এর সভাপতিত্বে পরিচালনা করা হয় প্রতিবছর এই কালীপূজা।