মোস্তাক আহমেদ (বাবু) রংপুর ।
পীরগাছা কৈকুড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ দুই জুয়ারিকে গ্রেফতার করেছে পীরগাছা থানা পুলিশের একটি চৌকোস টিম।
সরজমিনে গিয়ে জানা যায়ঃ রংপুরের পীরগাছা উপজেলায় গত,রবিবার(০৩/১১/২০২৪ইং)দুপুর আনুমানিক ৩,২০ঘটি- কায়। ৮নং কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর মৌজাস্ত জৈনিক মোঃ রেজওয়ান কবির @ রাঙ্গার,পুকুর সংলগ্ন কাঁচা রাস্তার কালভার্টের উপরে। মকরমপুর কৈকুড়ি থেকে দূরত্ব অনুমান ১২কিলোমি:দক্ষিণ দিকে জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন,পীরগাছা থানার,ওসি তদন্ত মোঃতাজরুল ইসলা- ম আটকৃতরা হলেন,মোঃ হামিদুল ইসলাম(৩০) পিতা,মোঃ- মোজাফফর হোসেন,সাং মিরা পাড়া,মোঃখলিল মিয়া (৫০) পিতা মৃত,মোহাম্মদ আলী সাং মিরাপাড়া।মোঃ লেবু মিয়া (৫০) পিতা মৃত,মকবুল হোসেন সাং মকরমপুর।মোঃ মনজু মিয়া (৩২) পিতা,লুৎফর রহমান সাং মকরমপুর।মোঃ জাহা- ঙ্গীর হোসেন,(৩৫)পিতা,মান্নান মিয়া,সাং মকরমপুর। মোঃ- রাজিব মিয়া (২৫)পিতা,মোঃ আতোয়ার হোসেন সং,মকর মপুর।
উল্লেখ্য যে,পুলিশের চৌকস টিমের সরঞ্জাম উদ্ধারকৃত তালিকা (ক) ৫২ বায়ান্নটি প্লেইং কার্ড ০১ সেট (খ) নগদ অর্থ-৮২৫০টাকা। প্লাস্টিকের বস্তা ০১টি সহ পাঁচ জনের মধ্যে দুই জনকে আটক করে পুলিশ,বাকি তিনজন পালিয়ে যায়। এই অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভি -যানটি চালিয়ে বলেও জানিয়েছেন এস,আই,মোঃ আলম সরদার।
এ বিষয়ে,এলাকা-বাসী অভিযোগ করে বলেন,পীরগাছা উপজেলার কৈকুরি ইউনিয়নে জুয়ারিদের,অত্যাচারের শিকার হয়ে,অনেকেই নিঃস্ব অবস্থায় বাড়িঘর ছেড়ে,ঢাকায় পালিয়ে গিয়েছেন বলোও জানান।এলাকার সুশীল সমাজ নেতৃবৃন্দরা। আটককৃতদের বিরুদ্ধে পীরগাছা থানায় ১৫৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এবং আটকৃতদের রংপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।