মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জের মিরকাদিমে বাসা থেকে ডেকে নিয়ে শুভ বেপারি (২৩) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওই যুবক। এর আগে শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।
নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল বেপারীর ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, খবর পেয়ে ওই এলাকা থেকে ফয়সাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।