নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নাসিরনগরে আনন্দ মিছিল ও পথসভা করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে নাসিরনগর পিটিআই মার্কেট বিএনপির কার্যালয় থেকে উপজেলা মসজিদ কমপ্লেক্স রোড,ইউএনওর বাসার মোড়,নাসিরনগর শহীদ মিনার রোড, কোর্ট রোড,খেলার মাঠ সিএনজি ষ্ট্যান্ড,কলেজ মোড়, ঈদগাহ রোড, টিএন্ডটি, পশু হসপিটাল মোড় সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আনন্দ মিছিল করে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীবৃন্দ।
শেষে নাসিরনগর পিটিআই মার্কেট বিএনপি কার্যালয়ে একত্রিত হয়ে পথসভায় নেতা কর্মীদের ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করে আনন্দ মিছিল ও পথ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক আলমগীর শাহ,সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ আচার্য্য ,গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কাশেম মিয়া,উপজেলা যুবদলের অন্যতম সদস্য এম এ মঈন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মাসুম মিয়া, মো. শামীমুল ইসলাম, শ্রমিকদল নেতা অলাই মিয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মারজান,এ কে এম তাকিউল ইসলাম সহ উক্ত আনন্দ মিছিল ও পথসভায় উপজেলার সকল ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে নাসিরনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান নাসিরনগর উপজেলা বিএনপির সা. সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিন।