আশরাফুল আলম সরকার বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতা মামুন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি ডেইরী এন্ড এগ্রো ফার্মে বিশলাখ টাকা চাঁদা দাবীকরে হামলা ভাংচুর ও গরু-ছাগল লুটপাটের অভিযোগ পাওয়াগেছে। ঘটনা ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নের পোষাইদ দোখলাএলাকার কেরাস ডেইরী এন্ড এগ্রো ফার্মে। এ ঘটনায় ওই ফার্মের ম্যানেজার মো. সাইদুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বরমী গ্রামের মৃত মান্নান ফকিরের ছেলে মামুন ফকির(৫০),তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মুরগীর বাজার এলাকার মো. আঃ হেলিমের ছেলে মো. শফিকুল ইসলাম(৪৫) সহ অজ্ঞাত ২০ থেকে ২৫জন।
অভিযোগে জানান যায়, গত পাঁচ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অবিযুক্ত মামুন ফকির ও তার সহযোগীর ওই ফার্মে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে বিশ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। এর জেড় ধরে গত ২৮অক্টোবর দুপুরে অভিযুক্তরা ওই ফার্মে চাঁদার দাবীতে হামলা চালায়। হামলা কারীরা ফার্মে টিনের বাউন্ডারী,গেইট,ছয়টি সিসি ক্যামেরা ভাংচুর করে । এসময় হামলা কারীরা ফার্ম থেকে সাত লাখ টাকা মূল্যের দুইটি ফিজিয়ান জাতের গাভী ও পাঁচটি ব্ল্যাক ব্যঙ্গল ছাগল এবং নগত এক লাখ টাকা লুটে নেয়।
অভিযোগ অস্বীকার করে মামুন ফকির বলেন, ওই জায়গা আমার। গত জাতীয় সংসদ নির্বাচনের পর আমাকে গ্রেফতার করানো হয়। জামিনে এসে আমি জমিতে যাই। আমাকে ফের হুমকী দেয়া হয় গ্রেফতারের। ভয়ে আমি জমিতে যাইনি। স্থানীয় ভাবে বহুত বার বসার চেষ্টা করেছি তারা বসেনা। আমার জমি ওরা জবর দখল করেনিয়েছে। আমি আমার জমি পেরত পেতে চাই।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন ম,ন্ডল বলেন, এবিষয়ে অভিযোগ নয় একটি সাধারণ ডাইরী হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।