কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং
দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন অটোযাত্রী এক যুবক।মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি এলাকায়।গুরুতর জখম অটোযাত্রী আনোয়ার মোল্লার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়া তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের গোপাপালপুর পঞ্চায়েত এলাকার হেড়োভাঙ্গার যুবক আনোয়ার মোল্লা। এদিন বিকালে বারুইপুরে যাওয়ার জন্য ক্যানিং থেকে অটোতে চেপে বসেছিলেন। ক্যানিং-বারুইপুর রোডের বেলেগাছি সংলগ্ন এলাকায় অপর একটি অটোর সাথে সংঘর্ষ হলে গুরুতর জখম হয় অটোযাত্রী ওই যুবক।স্থানীরা ওই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।