মোঃ শাহিনুর রহমান আকাশ
নিজস্ব প্রতিনিধি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে নিয়ে অশ্রিল ভাষায় কটুক্তি করার প্রতিবাদে রাজশাহী দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগ সমর্থিত ৫ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সহ অন্যান্য নেতা কর্মীরা। সন্ত্রাসীরা বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা কটূক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুর্গাপুর সিংগা হাট মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা হয়ে থানার মোড়ে বিক্ষোভ মিছিল টি শেষ হয় । এ সময় মিছিলে খালেদা জিয়াকে কটূক্তির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে থানার মোড়ে পথসভা করে বিএনপি ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল হক স্বপন সহ বিএনপি ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
জোবায়েদ হোসেন তাঁর বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে নিয়ে অশ্রিল ভাষায় কটুক্তি এটা মানা যায় না,এই আওয়ামী লীগ যদি আমার নেত্রীর বিরুদ্ধে আবারও কোনো কুচক্রী ষড়যন্ত্র করে থাকে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন । আওয়ামী লীগ এখনো বিভিন্ন দলের সঙ্গে মিশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে । তিনি দলের নেতা কর্মীদের এসব সড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার পরামর্শ দেন। আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা যে কুটুক্তি করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সময় আরো অনেকেই বক্তব্য রাখেন। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জোর দাবিও করেন বক্তারা ।