বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ফিনলে কোম্পানির ফাড়ী বাগান ভুরবুরীয়া চা বাগানে ঐতিহ্যবাহী প্রতি বৎসর এর মত এবারও কালীপূজা অনুষ্ঠিত হয়।
৩দিন ব্যাপি কালীপুজার আয়োজন ছিল,নৃত্য পরিবেশনা,গীতাপাট,ধর্ম আলোচনা,ধর্মীয় সংগীত,ও বিভিন্ন নাচ গান নিয়ে বিশেষ আয়োজন।
এতে বিশেষ আকর্ষণে ছিলেন।
বিরবল ভৌমিক ও কমলা ভোমিক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যাক্তি
বাবু সন্তোষ দেব,রাজু রায়,কাজল পাল,অর্জুন দাশ,মিন্টু বৈদ্য,মোহন ভৌমিক ও এলাকার সনাতন ধর্মালম্বী মা বাবা ভাই বোনেরা,,
অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।