আজ ৫ই নভেম্বর মঙ্গলবার, সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনীর কালী মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরা, আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের ভোট।
মেদিনীপুর বিধানসভার মধ্যে পড়ে সালবনী ব্লকের চারটি অঞ্চল, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মঙ্গলবার সালবনী ব্লকের কাশী জোড়া অঞ্চলে যান ভোট প্রচারে, একেবারেই নিজের স্কুটিতে চড়ে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে ভোট প্রচার করতে দেখা গেল সুজয় হাজরা
কে। সকালে কাশীজোড়া অঞ্চলের পাথরাজুড়ি বুথের একটি কালীমন্দির পুজো দেন।
দলীয় কর্মীসমর্থক ও স্থানীয় বাসিন্দারা নির্বাচনী প্রচারের সফলতা কামনা করে দেবীর আশীর্বাদ নিতে সেখানে জড়ো হন , যা ভোটের প্রস্তুতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। পুজো দেওয়ার পর তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আশীর্বাদ যান এভাবেই তিনি স্কুটি নিয়ে শালবনীর বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার সারলেন এবং মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন। স্কুলের ছোট ছোট বাচ্চারাও যরোহন দেখার জন্য রাস্তায়, প্রার্থী তাদের আন্তরিক শুভেচ্ছা জানান।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস