1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
একটি ঐতিহ্যবাহী আমগাছ নিয়ে,মতবিরোধের পার্থক্য কাটেনি এখনো - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সৌদি ফেরতপ্রবাসী মিতু আক্তার নীলার থেকে ৩৩ লক্ষ বিশ হাজার টাকা নিয়ে প্রতারণা ২য় ই কাতা প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সাতকানিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান গোপালগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত কেশবপুরে বৌমা-শাশুড়ি সমাবেশ: ১০১জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত  ধোবাউড়া থানায় ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: ধামইরহাটে বড়দিন উপলক্ষে উপহার বিতরণ করলো ইউএনও

একটি ঐতিহ্যবাহী আমগাছ নিয়ে,মতবিরোধের পার্থক্য কাটেনি এখনো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।

গত নিউজে আপনারা দেখেছেন। যে,রংপুরের পীরগাছা উপজেলায় সাত-দরগা বাজার,থেকে দক্ষিণ পাশে কিছুদূর যাওয়ার পরে। ছোট্ট একটি বাজার,জার নাম হচ্ছে,আমত- লীর বাজার। সেই আমতলী বাজারের,আম গাছটি নিয়ে মতপার্থক্য চলছে ।

সরজমিনে গিয়ে দেখা যায়: ঐতিহ্যবাহী এই আমতলীর বাজারটির নামকরণ হয়েছে,সেই আম গাছটির নামে।যে, আম গাছটি নিয়ে মত-বিরোধের পার্থক্যে চলছে। কিন্তু আপনারা একটি স্কেচ ম্যাপ দেখলে সবাই পরিষ্কার বুঝতে পারবেন। ১৩৯ নাম্বার রাস্তাটির,জটিলতা কাটে যাবে বলে মনে করেন,স্থানীয় মানুষ। তাই বন বিভাগ কর্মকর্তা ও পীর- গাছা উপজেলার,নির্বাহী কর্মকর্তার প্রতি জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। এই সমস্যা সমাধানের জন্য,শুধুমাত্র সরকারি আমিন দিয়ে পরিমাপ করলে,বিষয়- টি। খোলাসা হয়ে যাবে বলে মন্তব্য করেন সাধারণ জনগণ। তার একটি নমুনা দেয়া হলো,আম গাছ থেকে রাস্তার উত্তর পাশ ১১,ফিট রাস্তা রয়েছে। এবং রাস্তার দক্ষিণ পাশে রাস্তা রয়েছে,১৩ফিট,আর আম গাছের প্রন্ত রয়েছে ৩,ফিট,তাতে করে আম গাছটি কাটতে হবে না বলে,জানিয়েছেন এলাকা বাসী।

উল্লেখো যে ঃ কিছু অসাধু লোকজন রাস্তায় অবৈধ ভাবে স্থাপনা করে,ব্যবসা প্রতিষ্ঠান করছে বলেও জানান,স্থানীয় বাসিন্দারা। তবে,তাদের স্বার্থে আঘাত লাগবে বিধায় তারা আম গাছটি কাটার জন্য পায়তারা করছেন।

এ বিষয়ে,স্থানীয় লোকজনদের দাবি,চত্বরটি সঠিক ভাবে পরিমাপ করা হোক। তাহলে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মন্তব্য করছেন,স্থানীয় সুশীল সমাজের নেতৃ-
বৃন্দরা ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি