মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।
৫ নভেম্বর মঙ্গলবার ২০২৪ তারিখে এ মনিটরিং করা হয়।
এ সময় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় ১৫০০/- টাকা জরিমানা করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং পলিথিনের ব্যবহার বন্ধ করার বিষয়ে সবাইকে সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।