মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঘুড়িদহ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সভায় ৬নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক স্বপন শেখ এর সভাপতিত্বে
৬নং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান আনিছ এর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা – ফুলছড়ি) আসনের বিএনপির সাবেক নমনী মোঃ ফারুক আলম সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মঈন প্রধান লাবু, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা, গাইবান্ধা জেলা বিএনপি উপদেষ্টা অ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতলিবর রহমান রেজা, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর করিম চান্দু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হোক শিল্পী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,
ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,
সাঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজ আহম্মেদ টিটু, সাঘাটা উপজেলা সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,
ঘুড়িদহ ইউনিয়ন যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, ঘুড়িদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান, ঘুড়িদহ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব পিন্টু,
ঘুড়িদহ ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম
বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, ঘুড়িদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান সিদ্দিক,
সহ আরো অনেকে। কর্মী সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।