হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন শিক্ষার্থীদের। গতকাল বুধবার সকালে স্হানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মাদক নিবারণ করি( আমানিক) এর ব্যানারে উপজেলার ঐতিহ্যবাহী পিপলা কান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের এ শপথ পাঠ করান হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল। এর আগে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূঁইয়ার সভাপতিত্বে হোসেনপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল এর সঞ্চালনায় মাদক নিরাময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও অনিন্দ্য মন্ডল। বিশেষ অতিথি আমানিক এর সদস্য সচিব মিজানুর রহমান মামুন, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, মাওলানা কলিমুল্লাহ, সহকারী শিক্ষক মো, নূরুল ইসলাম, সদস্য রিপন রাজ,নবম শ্রেণির শিক্ষার্থী লায়লাতুল আক্তার প্রমুখ।