মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার উপজেলা একতা বাবুর্চি সমিতির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর, বুধবার বিকালে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়া অয়েল মিল মাঠে একতা বাবুর্চি সমিতির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী গফুর সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন,মহান আল্লাহ্ তাআলার অশেষ রহমতে ছাত্রজনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় আমরা সকলে দোয়া করি। যারা আন্দোলনে নিহত হয়েছেন তাঁদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এবং সেই সাথে নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাঁদের সুচিকিৎসার ব্যাবস্থা করতে হবে। তাঁদের এই আত্মত্যাগ আমরা কোনভাবেই বৃথা যেতে দিব না।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ ই আগস্টে ৩৩০ আসনের সবাই পালাইছে কিন্তু আমরা পালাই নাই আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় নেই।বিগত সময় ছিলাম এবং এখনো আমরাই আছে। ২০১৪ সাল থেকে মামলা দিতে দিতে একেবারে সাভার ছাড়া করে দিয়েছে। পাইলে মাইরা ফেলতো না হলে উধাও করতো । সিনিয়র নেতাদের পরামর্শে আমি সাভারের বাইরে ছিলাম।
তিনি আরো বলেন, আপনারা দলমত নির্বিশেষে যে ভাবে সাড়া দিয়েছেন। আপনাদের সহযোগিতায় আমি পৌর মেয়র নির্বাচিত হলে এ সাভার পৌরসভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অঙ্গিকার স্মার্ট ও দুর্নীতিমুক্ত সাভার পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম বলেন, আমার প্রাণপ্রিয় সাভার পৌরবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি আপনাদের সন্তান, সকলেই আমার জন্য দোয়া করবেন। পৌরবাসীর সুখে দুঃখে যেন আপনাদের পাশে থাকতে পারি। মানুষের সেবা করতে রাজ পথে নেমেছি। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজ পথে লড়াই করব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন,হাজী মোঃ আশেক আলী মোল্লা-সভাপতি ১নং ওয়ার্ড সাভার পৌরসভা,হাজী আব্দুল গফুর বাবুল সহ-সভাপতি সাভার পৌর বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রমুখ।