তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের আয়োজনে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় তাড়াশ উপজেলা বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র ্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।
পরে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা, যুগ্ম আহ্বায়ক মিলন খাঁন , পিএম নজরুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাৎ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা সহ আরো অনেকে।