মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত এর সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমদ এর পরিচালনায় দলীয় কার্যালয়ে আজ ৭ নভেম্বর এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা ছাদিক মিয়া।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন,
সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নু, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতিসহ জাতীয়তাবাদী পরিবারের শতাধিক নেতা-কর্মী।
সভায় বক্তরা বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, জাতির ঐক্যের দিন। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হব। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও এদেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। বক্তারা আরো বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের সূচনা। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারন করতে হবে। বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি-জনতা বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশের কল্যান-অগ্রগতির জন্য।