বরিশাল প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের চেষ্টা অভিযোগ উঠিছে। প্রতিপক্ষের ৮ জনকে বিবাদী করে বরিশাল বিজ্ঞ ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আসামী’রা হলেন ১। মো: মেজবাহ উদ্দিন‚ পিতা-মৃত: আইয়ব আলী ২। মনিরুজ্জামান পিতা-মৃত:ইয়াকুব আলী ৩। আল আমিন পিতা- মৃত:আলী আজম খান ৪। আবুল খায়ের হাং ৫। হামেদ আলী হাং ৬। ফারুক হাং ‚উভয় পিতা আ:আজিজ হাং ৭। রুহুল আমিন সুমন পিতা:আবুল খায়ের হাং ৮। ফয়সাল আহম্মেদ পিতা: ফারুক আহম্মেদ সর্ব সাং: ঢাপরকাঠী‚ ইউনিয়ন: কলসকাঠী।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার( ৪ নভেম্বর) সকালে বিবাদীরা অজ্ঞাত ১০/১২ জন লোকজন নিয়ে আসে বাদীপক্ষের মোঃ জাহিদুল ইসলাম এর ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তিতে জোরপূর্বক ঘড় তোলার পায়তারা‚ গাছ কাটা ও লিজ নেওয়া পুকুর থেকে মাছ ধরতে গেলে বাদী পক্ষের লোকজন বাঁধা দিতে গেলে মালার উল্লেখিত স্বাক্ষীগনের উপস্থিততে বাদীপক্ষের লোকজনকে খুন জখম করার হুমকি ধামকি দিয়ে থাকে।
এ বিষয়ে ‚বাদীপক্ষের লোক মো: জাহিদুল ইসলাম বলেন‚ আমাদের ভোগ দখলীয় জে,এল নং ৬৮ খতিয়ান নং ১৯৩৭ সহ ১৬ টি খতিয়ানের ৬-২৭ একর জমি এবং এজমালী পুকুর ৫ বছরের নিজ নিয়ে মাছ চাষ করি পুকুরের পাড়ে বিভিন্ন গাছের বাগান করি দীর্ঘদিন যাবৎ বিবাদীরা জোরপূর্বক ভাবে জমি জবর দখল করার চেষ্টা চালায় গত ৪/১১/২৪ ইং সকালে মোঃ মেজবাহ উদ্দিন সহ এর লোকজন ও অজ্ঞাত ১০/১২ লোকজন নিয়ে নিয়ে আসে ধারালো অস্ত্র কুড়াল করাত লাঠিসোটা নিয়ে গাছ কাটে এবং পুকুরের মাছ ধরতে গেলে বাঁধা প্রদান করিলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং খুন জখম করার হুমকি ধামকি দেয়। নিরুপায় হয়ে আমি বাদী হয়ে বরিশাল আদালতে উপস্থিত হয়ে ৬/১১/২৪ইং বরিশাল বিজ্ঞ ও ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নং ১৫৪৫/২০২৪ ধারাঃফৌঃঃকাঃ আইনের ১৪৪/১৪৫ ধারা দায়ের করি। উক্ত মামলা প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি ও এক পর্যায়ে হুমকি দেয়। পরর্বতীতে ৬/১১/২৪ লোক সম্মুখে আবারো প্রত্যাহার করার জন্য খু হুমকি ধামকি দিলে এ বিষয়ে বাকেরগঞ্জ থানা উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করি।