মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাউদাপাড়া এলাকায় মৃত মিজানুর রহমান খানের ছেলে জাইদুরকে ঘরের বাহির হইতে দরজা বন্ধ করে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
গতকাল (বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০২৪) বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামে আজ ভোররাতে এ ঘটনা ঘটেছে।
বাদী জাইদুর রহমান কালবেলাকে বলেন, ছোটভাই প্রবাসী সাইদুর রহমান বুধবার সকালে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, এ সময় সাইদুর রহমানের ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বৃহস্পতিবার আনুমানিক ভোররাত সাড়ে ৩টার দিকে তার ঘড়ে এ চুরি সংগঠিত হয়েছে।
এ সময় ৮/১০ জনের সংগবদ্ধ চোরের দল দরজার তালা কেটে স্টিলের আলমিরা ভেঙ্গে নগদ পৌনে ৩ লাখ টাকা, দুটি স্বর্ণের আংটি ও দুটি স্বর্ণের চেইন এবং বিদেশী 15 প্রমেক্স আইফোন চুরি করে নিয়ে যায়।
পাশের ঘাড়ে থাকা বড় ভাই জাইদুর রহমান শব্দ পেয়ে ঘড়থেকে বের হতে গেলে দেখেন তার ঘারের বাহির হইতে দরজা বন্ধ করে রেখেছে। তার ডাক চিৎকারে জাইদুরের মা উঠে জাইদুরের ঘরের বাহিরের ছিটকারী খুলে দেয়,জাইদুর ঘর থেকে বের হয়ে দেখেন সাইদুরের ঘরের দরজা খোলা, জাইদুর ঘরেে ডুকে দেখতে পায় সাইদুরের ঘরের সমস্ত কিছু ভাঙ্গা ও উলট পালট দেখতে পায়।
আরো জানা, গত তিন মাস আগে ছোটভাই দুই কন্যার জনক সাইদুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে।
এ বিষয়ে বড় ভাই জাইদুর রহমান বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: আলাউদ্দিন বলেন, আমার অফিসার তদন্ত করতে যাচ্ছে,তদন্তের পরে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা নেয়া হবে।