মোস্তাক আহমেদ (বাবু)
ক্রাইম নিউজ।
রংপুরের পীরগাছা উপজেলার ০৫নং ছাওলা ইউনিয়নে,০৮ কেজি গাঁজা’সহ ০২শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশের একটি চৌকস টিম।
সরো জমিনে গিয়ে জানা যায় ঃ রংপুরের পীরগাছা উপ- জেলার ০৫নং ছাওলা ইউনিয়নে মুক্তিযোদ্ধা চত্বরে। গোপন সংবাদের ভিত্তিতে,তদন্ত ওসি মোঃ তাজরুল ইসলাম,ও তহার নেতৃত্বে। পীরগাছা থানার একটি চৌকোস টিম নিয়ে অভিযান চালিয়ে। মোটরসাইকেল সহ ০২জনকে ০৮কেজি সহ গ্রেফতার করেছেন পীরগাছা থানা পুলিশ।
অভিযানের পুলিশ সদস্যরা হলেন: এস,আই,সামিউল ইসলাম ও এস,আই,আরিফুর রহমান,এবং এ,এস,আই আবু কালাম আজাদ,এ,এস,আই শাহিনুর ইসলাম এ,এস, আই এরশাদ,হোসেন এ,এস,আই মোঃ শাহ আলম সরদার সহ,অভিযানে উপস্থিত ছিলেন। কং/৫৩৮মোঃ মনারুল ইসলাম,কং/১৪৬৩মোঃ মজবুল হক ও কং/১৪৪ ড্রাইভার মোঃ সোহানুর রহমান,সকলেই পীরগাছা থানা রংপুর কর্মরত পুলিশ। গ্রেফতার কৃত আসামি (১)মোঃ আরিফুল ইসলাম (৩৪)। পিতা,মোঃ নিজাম উদ্দিন মাতা,মোছাঃ আফরোজা খাতুন,(২)মোঃ শিপন আলী (৩০)। পিতা, আব্দুল প্রামানিক মাতা মোছঃ আলেয়া খাতুন উভয়ের সং শ্রীরামগাড় থানা লালপুর জেলা নাটোর। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ঘটিকার সময়,পীরগাছা থানাধীন সাহেব বাজার থেকে মোটরসাইকেল যোগে,পীরগাছা রংপুর আসার উদ্দেশ্যে। ছাওলা ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে আসলে। পুলিশের চৌকোসটিম তাদের মোটরসাইকেলকে সিগনাল দিলে,তারা মোটরসাইকেল,ফেলে রেখে পালানোর চেষ্টা করলে,পুলিশের সদস্যরা তাদেরকে ধরে ফেলেন। পরে তাদের শরীর ও তাদের কাছে থাকা,একটি স্কুল ব্যাগ। সেই স্কুল ব্যাগ থেকে ০৮, কেজি মাদকদ্রব্য গাজা পাওয়া যায়। পরে দুজনকেই মোটরসাইকেল সহ,পুলিশ ভ্যানে করে পীরগাছা থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়েঃ পীরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম সিদ্দিকী বলেন। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এবং আসামিদের কোর্টে পাঠানো হবে বলেও তিনি জানান।