মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাজৈর উপজেলার মোট ১৪ টি পুকুরে মোট ৩১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। রাজৈর উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মানিক মল্লিক এর সভাপতিত্বে রাজৈর উপজেলার ৩ তিনটি পুকুর সহ মোট ১৪ টি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার , ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তাসফিক সিবগাত উল্লাহ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ বাদশা ফয়সাল, বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, বিদায়ী উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মহাসিনুজ্জামান, বিদায়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তেলোয়াত হোসেন, দৈনিক ইত্তেফাক এর সংবাদদাতা মোঃ আব্দুল মতিন, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আব্দুল মান্নান, ও সাহাবুদ্দিন, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
যে সমস্ত পুকুরে পোনা অবমুক্ত করা হয়েছে বিএডিসি পুকুর, রাজৈর ডিগ্রী কলেজ পুকুর, রাজৈর থানার পুকুর, কবিরাজ পুর ভুমি অফিস পুকুর,ইশিবপুর ভুমি অফিস পুকুর,খালিয়া ভুমি অফিস পুকুর, গঙ্গাবদ্দি আশ্রম পুকুর, আরও কয়েকটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।