নিজস্ব প্রতিবেদকঃ ভোলা চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম দুলালের উপর আতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
(৭ নভেম্বর) বৃহস্পতিবার চরফ্যাশন সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে এ হামলার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আমিনাবাদ ইউনিয়ন শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম দুলাল গণমাধ্যম কর্মীদের বলেন, বিকেল ৩ ঘটিকায়
কলেজ মাঠে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে সমাবেশস্থলে জোড় হতে থাকে।
আমিনাবাদ ইউনিয়ন থেকে আমার নেতৃত্বে শ্রমিক দলের ব্যানারে প্রায় এক হাজারের অধিক কর্মীসমর্থকদের নিয়ে অংশ গ্রহণ করি।
আমিনাবাদ ইউনিয়ন যুবদলের বিতর্কিত সভাপতি ও দষ্যু বাহিনীর প্রধান নিয়াজ, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি অস্ত্রধারী শবুজ, অস্ত্রধারী বেল্লাল, অস্ত্রধারী সাগরের নেতৃত্বে আকস্মিক ভাবে সমাবেশস্থলে আমার উপর আক্রমণ চালায়। হামলার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ ও ছাত্রলীগের কিছু সংখ্যক লোকজনকে ভাড়ায় নেওয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় শ্রমিকদল নেতা মোঃ দুলাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চরফ্যাশন সরকারি হসপিটালে নিয়ে চিকিৎসা সেবা দেয়। তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। খবর পেয়ে চরফ্যাশন শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে একনজর দেখতে হসপিটালে ছুটে আসছে।
তার ছেলে রাশিদুল ইসলাম জানায়, তার বাবা আমিনাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। তার উপর আতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করা হবে।
হামলার ঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন, চরফ্যাশন সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশে শ্রমিকদল নেতার উপর দুর্বৃত্তের হামলার ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।