রাকিবুল ইসলাম সুমন
বিশেষ প্রতিনিধ
জীবন জীবিকা ও প্রকৃতি পরিবেশ সুরক্ষা এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৮ই নভেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় বাগেরহাট ফাতিমারানি গির্জায় ধর্মীয় সম্প্রীতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে, উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন ফাদার ডমেনিক কে হালদার ফাতেমারানি গির্জা পালক পুরোহিত বাসাবাটি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার লিটন গমেজ প্রভাষক নটরডেম বিশ্ববিদ্যালয় ও সি এস সি ঢাকা, এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিউলি গমেজ বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন রামপাল শাখা, সিষ্টার সুপর্ণা রোজারিও, সিস্টার মিতু গমেজ আর এন ডি এম ঢাকা, মোহাম্মদ জয়নাল আবেদীন সভাপতি বাসাবাটি নূর জামে মসজিদ, সিস্টার গ্রেগরি আর এন ডি এম,এসময় মুসলমান ,হিন্দু, খ্রিস্টান ধর্মের শতাধিক ব্যক্তিবর্গ সেমিনারে নিজ নিজ ধর্মের প্রতিনিধিত্ব করেন, বক্তারা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জীবন জীবিকা ও প্রকৃতি পরিবেশ সুরক্ষা বিষয় আলোচনার তাগিদ দেন, সর্বোপরি অংশগ্রহণকারীদের সাথে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।