বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা থানার গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী উপ-পুলিশ পরিদর্শক সরদার মোস্তফা, মাসুদ করিম ও গৌতম রায় অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করেন। পরোয়ানার আসামিরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের মকবুল সরদারের ছেলে রবিউল সরদার(৪০) একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে আল-আমীন বিশ্বাস(৪২), চাঁদখালী ইউনিয়নের পূর্ব কালুয়ার বাদুড়িয়া গ্রামের ফজর আলী মোড়লের ছেলে আবুবক্কর মোড়ল(৪৭)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরোয়ানার আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।