কুতুব উদ্দিন মোল্লা,ক্যানিং
বেপরোয়া গতিতে বাইক চালানোয় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আনোয়ার হোসেন মোল্লা (২৬)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জয়নগর থানার অন্তর্গত মনসাতলা এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তিলপি এলাকার যুবক আনোয়ার হোসেন মোল্লা। শুক্রবার রাতে জয়নগর থানার অন্তর্গত গোচারণ থেকে বাড়ি ফিরছিলেন। দ্রুত গতিতে বাইক একা চালিয়ে ফিরছিলেন ওই যুবক।আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলিয়ারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আনোয়ার হোসেন মোল্লা।স্থানীয় লোকজন ও জয়নগর থানার ধোসা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আনোয়ার হোসেন মোল্লা কে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। জয়নগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এমন ঘটনা ঘটলো। অন্যদিকে মৃত্যুর সংবাদ আনোয়ার হোসেন মোল্লার বাড়িতে পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।