মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জনগণ জামায়াতকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। এজন্য মাঠ পর্যায়ে আমাদের প্রস্তুত হতে হবে। জয়পুরহাটে জামায়াতের শপথ ও সদস্য সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ মন্তব্য করেছেন।
শনিবার (০৯ নভেম্বর) সকালে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান মিলনায়তনে নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাইদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম, জয়পুরহাট জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া ও সহকারী সেক্রেটারি হাসিবুল আলম সহ নেতৃবৃন্দরা।
নবনির্বাচিত জয়পুরহাট জেলা জামাতের ডাক্তার ফজলুর রহমান সাঈদ ২০২৪-২৫ বছরের জন্য নির্বাচিত হয় শপথ অনুষ্ঠান গ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে জামাতের জেলা ও উপজেলার সদস্যদের ভোটে আমির নির্বাচিত হন।