নিজস্ব প্রতিবেদক:বাসন্তী
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সুন্দরবনের বাসিন্দারা ফিরলেন উৎসবে! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঝড়খালির বাসিন্দারা শ্যামা পূজা কে কেন্দ্র করে ২নং উদয়ন সংঘের আয়োজিত মেলায় মেতেছেন। আর উদয়ন সংঘের ২৪ তম বর্ষের এই মেলার আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জল করে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ব্রজেশ্বর মন্ডল।বার বার আম্ফান, বুলবুল, ইয়াস এমন কি সম্প্রতি ডানার ঝাপটা সামলে উঠে প্রত্যন্ত সুন্দরবনের বাসিন্দাদের দেখা গেল আট থেকে আশি সকলকেই এই উৎসবে ফিরতে। আর উৎসবে ফেরার মূল আকর্ষণ ছিল এই মেলার প্রত্যেক দিনের সন্ধ্যাকালীন বাউল গান, শ্যামা সঙ্গীত, নৃত্য অনুষ্ঠান, সামাজিক যাত্রা পালা সহ নানান অনুষ্ঠান। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় গ্রামের গৃহ বধূদের নিয়ে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান সহ পুরুষদের মিনি ফুটবল ও কবাডি প্রতিযোগিতা। সমাজসেবী শিশির সরকার বলেন মেলা মানে মিলন উৎসব এই উদয়ন সংঘ শ্যামা মায়ের পূজা দিনটির অপেক্ষা থাকি আমরা সকলে।ক্লাবের সভাপতি বিধান মন্ডল মেলায় মায়েদের বস্ত্র বিতরণ করেন, নুতন বস্ত্র পেয়ে মায়ের পূজায় ব্রত থেকে খুশি এলাকায় সাধারণ মানুষ।