স্টাফ রিপোর্টার::
গণতন্ত্র'ন্যায়বিচার'অধিকার'জাতীয় স্বার্থে
জনতার অধিকার-আমাদের অঙ্গিকার।এই শ্লোগান কে সামনে রেখে কার্যালয় উদ্বোধন আলোচনা (দোয়া)ও র্যালী করা হয়।
শনিবার বিকেলে গণ অধিকার পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখা (জিওপি) অধিকার পরিষদের আয়োজনে কার্যালয়ের সামন থেকে নোয়াখালী বাজারের গুরুত্ব পূর্ণ রাস্থা অতিক্রম করে মূল পয়েন্টে আলোচনা ও র্যালী সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়,জেলার বিভিন্ন উপজেলার দলীয় ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সাদিক আহমেদ'র সভাপতিত্বে ও ইয়াসিন আরাফাত এর পরিচালনায় সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি:মাও: আলী আসগর সভাপতি গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা।বিশেষ অতিথি-আব্দুস সামাদ সিনিয়র সহ সভাপতি গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা।বারি সিদ্দিকী সাদারণ সম্পাদক গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা।রিপন মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা।জাকারিয়া আহমেদ স্বাধীন যুগ্ম সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা।সুয়েব আহমেদ সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা।কে এম ওমর ফারুক সহ দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ, সুনামগঞ্জ জেলা।
কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন : ওমর ফারুক।
শুভেচ্ছা বন্ধব্য:মুশাহিদ মিল্টন, মিনহাজ তালুকদার, সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা।এস এম এনামুল হক,রাজু মিয়া, আমিরুল ইসলাম, আজিজুল হক,টুনু মিয়া, গোলাম কিবরিয়া, আজহার আলী, আমির উদ্দিন,মোজাহিদ আলী খোকন সাবেক সভাপতি যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা প্রমূখ।