মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়েছে ।আজ শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্বাহী চেয়ারম্যান পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টার(পিপিআরসি) ডক্টর হোসেন জিল্লুর রহমান।
উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্বাহী চেয়ারম্যান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার ( পিপিআরসি) ড. হোসেন জিল্লুর রহমান,বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত সচিব (মাধ্যমিক ২) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ প্রমূখ।