মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
সাঘাটায় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ উপস্থিতিতে সাঘাটার ভরতখালীর উল্যাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আলোকে মোবাইল কোর্ট অভিযানে পৃথক ৪ জনকে ৪০০০/- টাকার অর্থদণ্ড প্রদান এবং প্রায় ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসাহাক আলীর উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএনও'র প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, পুলিশ, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় জনগণ।