আতিকুর রহমান আতিক
স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ নভেম্বর) বিকেলে নারান্দিয়া টেনু রাম ক্ষেত্র নাথ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহআলম তালুকদার ড্জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আকবর জব্বার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি এসএমএ খালিদ,উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক হিরু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমিনুর ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতা সংগ্রামের মধ্য দিয়ে সেদিন পরাজিত করেছিল ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে। নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর ছিল গণতন্ত্র মুক্তির দিন, ৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন, আধিপত্যবাদকে পরাজিত করার দিন।ড্যাব নেতা অধ্যাপক ডাঃ শাহআলম তালুকদার বলেন বিএনপি ত্যাগী নেতারা বৈষম্যের শিকার তাদের যদি কেউ নির্যাতন করতে চায় তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। ত্যাপীরা দলের প্রান, ত্যাগীরা যদি মুল্যায়ন না পায় তাহলে কালিহাতী বিএনপির বিপর্যস্ত হওয়ার শংকা আছে। বিএনপিকে সুসংগঠিত করার লক্ষে কাজ করার অঙ্গীকার করেন