মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ:১১/১১/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে চলতি রোপা আমন মৌসুমে ধান কাটা শুরু করেছে স্থানীয় কৃষকেরা মাঠে মাঠে সোনালী পাকা রোপা আমন ধানের বাম্পার ফলন হওযায় ও ভালো দাম পাওযায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ কম , রোগ ও পোকামাকড়ের আক্রমণ ও কম হয়। সাড়ে তিন মাসেই কৃষক এ ফসল ঘরে তুলতে পারে। এতে করে কম খরচ লাভজনক হওয়ায় এবং রোপা আমন ধানের খর গো খাদ্য হিসেবে ব্যবহার করতে পাড়ায় ও বাজার মূল্য ভালো থাকায় রোপা আমন চাষাবাদে ব্যাপক আগ্রহ বেড়ে গেছে এই উপজেলার রোপা আমন চাষীদের। রোপা আমন মৌসুমে একটি জনপ্রিয় জাত হল আ্যারাইজেড এ জেড (হাইব্রিড) ৭০০৬। এ জাতের রোপা আমন ধান চাষে বিঘা প্রতি গড় ফলন হয় ১৭ থেকে ১৮ মণ। সাড়ে তিন মাসেই এ ফসল কৃষক ঘরে তুলতে পারেন। ফলে ধান কাটার পরেই সরিষা চাষ করতে পারে কৃষক। চলতি মৌসুমে এ উপজেলার প্রায় ২৯০ হেক্টর জমিতে আবাদকৃত রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শাহজাদপুর উপজেলার গাড়াদাহ ইউনিয়নের গাড়াদাহ গ্রামের কৃষক মো: হুমায়ুন কবির বলেন – এ বছর আমি ৩০ শতক জমিতে রোপা আমন ধানের আবাদ করেছি , ধানের ফলন ভালো হয়েছে , বাজারদর ও ভালো পেয়েছি। শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ গ্রামের মাঠ পরিদর্শন করার সময় – শাহজাদপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ বলেন – অল্প দিনে রোপা আমন ধান ঘরে ওঠার ফলে কৃষকরা সহজেই সরিষা চাষে যেতে পারবে। কৃষকদের মাঝে বিনামূল্য আধুনিক জাতের রোপা আমন ধান এবং সার বিতরণ করেছি। আগামীতে এ উপজেলার রোপা আমন ধানের আবাদ আরো বাড়বে বলে এ আশা প্রকাশ করেন তিনি।