1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বরিশালে দুই শতকের সম্প্রীতির নজির দেশের বৃহৎতম জগদ্ধাত্রী পূজা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বঙ্গীয় সংখ্যালঘু ও বুদ্ধিজীবী মঞ্চ- বাংলা ভাষা ও এস আই আর এর বিরুদ্ধে- মহামিছিল ও রাজ্যপালকে ডেপুটেশন দিলেন গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যা ও ইট দিয়ে অপর এক সাংবাদিকের শরীর থেতলে দেওয়ায় বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত ড. সাইফুলের নামে অপপ্রচার করায় ইউট্যাব পটুয়াখালী ভার্সিটি ইউনিটের প্রতিবাদ দুমকি উপজেলায়, নারীদের আত্মকর্মসংস্হানের লক্ষে সেলাই মেশিন উপহার নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানীকে জীবনের এন্ডোসমেন্ট বরিশালে মেঘনা নদীতে জাহাজ ডুবির ঘটনায় পাল্টাপাল্টি মামলা আটক – ৩ দেশপ্রেমিক লোকজন কষ্ট করে পাথরগুলো সরিয়ে নিয়েছে – গোলাম মাওলা রনি “বান্দরবান লামা থানা, লামা থানাধীন ফাইতং পুলিশ ফাঁড়ি এবং আজিজ নগর পুলিশ ক্যাম্প পরিদর্শন

বরিশালে দুই শতকের সম্প্রীতির নজির দেশের বৃহৎতম জগদ্ধাত্রী পূজা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধ
বাংলাদেশের বৃহত্তম জগদ্ধাত্রী পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে।১০ নভেম্বর রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। দুর্গাপুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবী জগদ্ধাত্রীর পুজো করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও বর্ণাঢ্য আয়োজন, বর্ণিল আলোকসজ্জায় লক্ষ লক্ষ লোকের সমাগমের মধ্য দিয়ে ও শত বছরের ঐতিহ্য নিয়ে বাকেরগঞ্জ উপজেলার হতে যাচ্ছে তিন দিনব্যাপী শ্রীশ্রী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উৎসব।

বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলের মধ্যে একমাত্র কলসকাঠীতে প্রতি বছর এ পূজা অনুষ্ঠিত হয়। প্রথম দুই দিন এ পূজা উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে কলসকাঠীতে। সনাতন ধর্মাবলম্বীদের মতে সমুদ্ভাসিত বার্তা নিয়ে আসছেন মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে কলসকাঠী রূপ নিয়েছে এক মিলনমেলায়।

কলসকাঠীতে অবস্থিত প্রাচীন জনপদ তের জমিদারির ইতিহাস। একটি প্রাচীন জমিদারদের বাড়ি বললে কম বলা হয়, বরং বলা হয় একটি প্রাচীন শহর। জমিদার বাড়ির পাশেই অবস্থিত প্রাচীন শিব মন্দির। যেখানে রয়েছে মূল্যবান কষ্ঠি পাথরের মূর্তি। মন্দিরের সামনে রয়েছে বেদী, যেখানে পশু বলি দেওয়া হয়। প্রতিবছর এই মন্দিরেই মহাসমারোহে মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। তিন দিন ধরে চলে মায়ের পূজা।

জগদ্ধাত্রী পূজাকে কেন্দ্র করে কলসকাঠী রূপ নেয় এক মিলনমেলায়। দেশের দূর দূরান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে প্রাচীন এই জগদ্ধাত্রী পূজাতে। অনুষ্ঠানটি হিন্দু সম্প্রদায়ের হলেও উপভোগ করার জন্য সকল ধর্মের লোকজন ছুটে আসে কলসকাঠীতে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তিন দিন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মের লাখো মানুষের সমাগম হয় এই পূজায়। দেশের দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে জগদ্ধাত্রী পূজা উপভোগ করতে।

জগদ্ধাত্রী পূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ সকল আইন শৃখলা বাহিনী সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকে।” পুজো উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা দোকান নিয়ে বসেন কলসকাঠিতে। এছাড়াও পুজোয় বিনোদনের জন্য কলসকাঠিতে থাকে বায়োস্কোপ, পুতুল নাচ, রাধা চক্কর, গানের আসর, ব্যান্ড শো সহ নানান অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি