আজ ১০ই নভেম্বর রবিবার, মেদিনীপুর জেলার নন্দকুমার এক, ঘোলআন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সাওড়াবেরিয়া গ্রামে মনসা পূজো উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়েছিলেন মেচেদার একটি নাচের দলের শিল্পীরা, অনুষ্ঠানের জন্য ২০০০ টাকা অগ্রিম নিয়েছিলেন তারা, অনুষ্ঠানের শেষে নৃত্যশিল্পীদের দলের সঙ্গে ক্লাবের কর্তাদের বিরোধ বাধে,
নৃত্য শিল্পীদের অভিযোগ অনুষ্ঠান চলাকালীন নৃত্যশিল্পীদের অশ্লীল নৃত্য করতে বলে, নৃত্যশিল্পীরা অশ্লীন নাচ না করায় ক্লাব কর্তৃপক্ষরা নৃত্যশিল্পীদের উপর চড়াও হয়, মঞ্চ লাগোয়া সাজঘরে ঢুকে শিল্পীদের গালিগালাজ দেন, মারধর করেন ও মহিলা শিল্পীদের শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করেন।
ক্লাব কর্তৃপক্ষদের আক্রমণের ফলে, নৃত্য শিল্পীদের কয়েকজন আহত হন, সাথে সাথে নৃত্যশিল্পীদের কর্মকর্তা নন্দকুমার থানায় ফোন করেন, নন্দকুমার থানার অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন, পরিস্থিতি সামাল দেন, নৃত্য শিল্পীদের তরপে নন্দকুমার থানায় অভিযোগ জানানো হয়, পুলিশ অফিসারেরা ঘটনাটি খতিয়ে দেখছেন,
নৃত্যশিল্পী দলের কর্মকর্তা জানান, আমাদের অ্যাসোসিয়েশন থেকে সম্পূর্ণভাবে বারণ করা আছে, কোন রকম অশ্লীল নাচ না করার জন্য ,এটা জানানোর পরেও ক্লাব কর্তৃপক্ষরা কোন কথাই শুনেন নি। আর আমাদের শিল্পীদের উপর চড়াও হয়, আগামী দিনে যদি এরকম কিছু ঘটে , আমরা রাস্তায় প্রতিবাদে নামতে বাধ্য হবো বলে জানান।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস