স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গতকাল ৯ নভেম্বর শনিবার ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দ্য মেসেজ’ কর্তৃক আয়োজিত মাসিক মহিলা মাহফিল নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ কুন্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা এবং রোকসানা আক্তারের সঞ্চালনায় “ইসলামের ঐতিহ্য : প্রসঙ্গ আউলিয়ায়ে কেরামের মাজার” বিষয়ে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্।
অনুষ্ঠানের নির্ধারিত বিষয়ের উপর সম্মানিত আলোচক বলেন, অলি-আল্লাহর মাজার ইসলামী ঐতিহ্যের অংশ। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ্পাক নবি-রাসুলগণের সাথে সাথে আউলিয়ায়ে কেরামের মর্যাদার কথা উল্লেখ করেছেন। আউলিয়ায়ে কেরামের ওফাতের পর তাঁদের রওজা শরিফ জেয়ারতের সুব্যবস্থার জন্য মাজার নির্মাণ করা হয়। অলি-আল্লাহ্গণের মাজার নির্মাণ করা মূলতঃ ইসলামী ঐতিহ্যেরই একটি অংশ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাদিয়া ইসলাম, নাতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন ওয়াজিহা রহমান প্রিয়ন্তী এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন সিদরাতুল মুনতাহা। পরিশেষে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।