মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ অদ্য ১০ নভেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান তথ্যটি নিশ্চিত করেন। নিহত ব্যক্তি কিশোরগঞ্জের কুলিয়াররচর থানার গোবরিয়া গ্রামের আব্দুল হাশিম মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৪১)। সে একজন অটোরিকশা চালক।
পিবিআই সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবদী থানাধীন মহিষাশুড়া ও শীলমান্দি এলাকা সংলগ্ন নরসিংদী-মদনগঞ্জ রোডের ৫নং ব্রিজের সামনে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়।বিষয়টি পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ এনায়েত হোসেন মান্নান’র দৃষ্টিগোচর হলে তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের, উপপরিদর্শক আবু জাফর, আশরাফ আলী, সহকারী পরিদর্শক হিমাংশু কুমার রায় সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অল্পসময়ের মধ্যে অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন। উদ্ধার হওয়া লাশের শরীরে ধারালো ছুরার একাধিক আঘাত রয়েছে।
নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক। পরে নিহতের পরিবারকে অবহিত করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।