কুতুব উদ্দিন মোল্লা: ক্যানিং
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নারায়নপুর মসজিদ পাড়ায়। থ্যালাসেমিয়া ও মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে।নারায়নপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হল।আয়োজিত রক্তদান শিবিরে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ১২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য বর্তমানে রক্তের সংকট চলছে।মুমূর্ষু রোগীরা রক্তের অভাবে মরণাপন্ন।সেই সংকট মেটাতে নারায়নপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান মাদ্রাসার প্রধান শিক্ষক । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরদার, মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মাকসামুল সাহেব ,ডক্টর মিনহাজ, ডক্টর শহিদুল সহ প্রমূখ।