তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
নীলফামারীর সৈয়দপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব সৈয়দপুরের' কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সোমবার (১১ নভেম্বর) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের ব্যাপ্তি, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং তরণদের মতকে একতাবদ্ধ করে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার 'প্রয়াসে ভয়েস অব সৈয়দপুর' মানবসেবা সামাজিক সংগঠনের সৈয়দপুর পৌর শাখার ২০২৪-২৫ বর্ষের কমিটি নির্বাচন করা হয় এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন রেহান আনসারী (সোহাগ) ও আহাদ আলী সরকার। এছাড়া সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মো. খালেকুল ইসলাম ও মো.শাকিল চৌধুরী।
সৈয়দপুর পৌরসশাখার অন্যান সদস্যরা হলেন সহ সভাপতিঃ- ইরফান আশরাফী পাঠান, সহ সভাপতিঃ-সিরাজ উদ্দিন সাজু,সহ সভাপতিঃ- তানভির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদকঃ-তানবিন সিয়াম, সহ সাধারণ সম্পাদকঃ-মোঃ- হাসানুর রহমান (হিরা),সহ সাধারণ সম্পাদকঃ- মোঃ-তুশার, সাংগঠনিক সম্পাদকঃ- মাহাতাব হোসেন, সহ: সাংগঠনিক সম্পাদকঃ- সাকিব আরসালান সহঃ সাংগঠনিক সম্পাদকঃ- শিহাব শাহারিয়ার, দপ্তর সম্পাদকঃ- বোরহান চৌধুরী রউফ,উপ দপ্তর সম্পাদক ফজলে রাব্বি প্রচার সম্পাদকঃ- রাব্বি, অর্থ বিষয়ক সম্পাদকঃ- একরামুল হক রনি, ক্রিড়া সম্পাদকঃ- মোঃ- রাসেল খান, সহ ক্রিড়া সম্পাদকঃ- মীর শান্ত, আইন বিষয়ক সম্পাদকঃ- মোঃ-সাকিব হাসান, সমাজ কল্যাণ সম্পাদকঃ- মিজান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদকঃ- তৌসিফ রেজা আশরাফি,সাংস্কৃতিক সম্পাদকঃ- মোঃ- রবিক ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদকঃ-হাফেজ মোঃ- জিহাদ আনসারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ- তুর্য সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ-মোঃ- সুজন সদস্য, মোঃ- নাসির খান, মোঃ-রোব্বাত, মোঃ, রিফাত মোঃ- সজল মোঃ- রাশেদ মোঃ-লিমন মোঃ- সুজন
ভয়েস অব সৈয়দপুরের কেন্দ্রীয় সভাপতি তাহমিদ হোসেন (দিপু) মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেন।