মাসুদ রানা, সাভার(ঢাকা) প্রতিনিধি :
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মরহুম সদস্যদের আত্মার মাগফিরাত কামনা, অসুস্থ সদস্যদের সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধা ৭ ঘটিকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব হলরুমে অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহাবুব আলম মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ওবায়দুল হক রিপন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম জিকু, মহিলা বিষয়ক সম্পাদক মঞ্জিলা চৌধুরী আশা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাদিক, নির্বাহী সদস্য মোঃ সাইদুল ইসলাম, মোঃ মোস্তাক আহমেদ, ইব্রাহিম খলিল, সদস্য মোঃ মনির হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ কাওসার হোসেন, মোঃ রাজু আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম, নাহিদা মন্ডল, মোঃ সিদিকুর রহমান, মোঃ আরিফ, আরাফাত আব্দুল্লাহ মুন্না, মোঃ শাহজালাল, রাকিবুল ইসলাম এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা মোহাম্মদ আতাউর রহমান, মোবারক হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, মোঃ শরিফ সিকদার, মোঃ আলমগীর হোসেনসহ আরো অনেকে।
এ সময় আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আগামীদিনে অত্র সংগঠন কে এগিয়ে নিতে নানামুখী পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে। পরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ইসরাইল সিকদার, সদস্য মরহুম নাসরীন আক্তার নদী, সদস্য মোক্তাদ হোসেনের মায়ের মৃত্যু ও অসুস্থ্য সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কাওসার হোসেন সহ মৃত ব্যাক্তিদের আত্মার মাগফেরাত কামনা, অসুস্থদের সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারি খালেদ জাহাঙ্গীর। পরিশেষে উপস্থিত ব্যাক্তিবর্গের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।